সংবাদসংস্থা মুম্বই: দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ছেদ টেনেছেন সুরকার এআর রহমান এবং তাঁর স্ত্রী সায়রা বানু। সায়রার আইনজীবী বন্দনা শাহ এই দম্পতির বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাঁদের বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশও করেন। বন্দনা শাহর তরফে আরও জানানো হয়েছে সম্পর্কে বোঝাপড়ার সমস্যা ও নানান মানসিক চাপের জন্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন রহমান-সায়রা। সম্প্রতি, সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে বন্দনার একটি সাক্ষাৎকারের ভিডিও যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে কেন বলিপাড়ার বেশিরভাগ বিয়ে টেকে না। আরও ভাল করে বললে, এই আইনজীবী জানিয়েছেন বলিপাড়ার অধিকাংশ দাম্পত্য শেষ হওয়ার আসল কারণগুলো। 

 

রহমানের স্ত্রীর আইনজীবীর কথায়, “প্রথমত, বলিউডের দম্পতিদের সাংসারিক জীবন কিন্তু আর পাঁচজন সাধারণ দম্পতির মতো নয়। তাঁদের থেকে অনেক, অনেক আলাদা।  এইসব বিখ্যাত দাম্পত্যে ফাটল ধরার পিছনে মূল কারণ কিন্তু অবিশ্বাস নয়। বরং একঘেয়েমি। আসলে, সবরকমের জাঁকজমক, জৌলুস তাঁরা দেখে ফেলেন। এরপরেই শুরু হয় একঘেয়েমি। শুনতে অদ্ভুত লাগলেও সত্যি।”

 

“দ্বিতীয়ত, বলিপাড়ার বাসিন্দাদের যৌন জীবনের সঙ্গে সাধারণ মানুষদের যৌন জীবনের বিস্তর ফারাক। তাঁদের যৌন আকাঙ্খা আর পাঁচজন গড়পড়তা মানুষের মতো নয়। পরকীয়া, ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এর আনাগোনা হামেশাই চলে তাঁদের জীবনে। এবং তার জন্য কোনও সমস্যা হয় না বলিপাড়ার দম্পতিদের।  আবার বলছি, একঘেয়েমি-ই বলিপাড়ার বহু দাম্পত্য শেষ হওয়ার কারণ। পাশাপাশি এও দেখেছি, কোনও দম্পতির কেউ বাইরের কারও কথায় গুরুত্ব দিচ্ছে তাঁর সঙ্গীর তুলনায়। এবং সেসবের প্রভাব পড়ছে দাম্পত্যে।তবে আমি কিন্তু, সাধারণ অর্থে বলছি এই কথাটা। কোনও বিশেষ দম্পতির উদ্দেশ্যে বলছি না।”  

তবে কথাশেষে আইনজীবী বন্দনা শাহ জোর দিয়ে জানিয়েছেন, এই কারণগুলোর কোনওটাই কিন্তু রহমান-সায়রার বিচ্ছেদের কারণ নয়। কোনওভাবেই নয়।